রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

পুলিশ সদস্যদের জন্য আরএমপির স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৭

আপডেট:
২৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪১

ছবি: উদ্বোধনী অনুষ্ঠান

মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান চালু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

এসময় বিপ্লব বিজয় তালুকদার বলেন, স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যানের মাধ্যমে এখন হতে নগরীর বিভিন্ন স্থানে আরএমপির পুলিশ সদস্যরা তাদের ডিউটি পোস্টে গরম ও মান সম্মত খাবার পাবেন। ফলে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদের ৩ বছরের কারাদণ্ড

খুব শীঘ্রই স্মার্ট কিচেন চালু করা হবে, সেখানে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হবে বলেও উল্লেখ করেন আরএমপি কমিশনার।

অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যে সকল অফিসার ও ফোর্স মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে ডিউটিতে নিয়োজিত থেকে খাবার গ্রহণ করেন তারা এই স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যানের সুবিধার আওতায় আসবেন। এর মাধ্যমে খাবার যেমন গরম থাকবে তেমনি খাবারের মান অটুট থাকবে।

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top