রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

তানোরে মাদক বিক্রির অর্থসহ যুবক গ্রেফতার


প্রকাশিত:
১৪ জুন ২০২২ ০৩:৪০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৪

ছবি: গ্রেফতারকৃত আসামী

রাজশাহীতে মাদক বিক্রির অর্থসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৩০ গ্রাম হেরোইনও জব্দ করা হয়।

রোববার (১২ জুন) বিকেলে জেলার তানোর উপজেলার বংপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৩ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার যুবকের নাম সুমন (২১)। তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের বংপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

ওসি রবিউল ইসলাম জানান, রোববার বিকেল ৩টায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি টিম তানোরের বংপুর গ্রামে অভিযান চালায়। এসময় নিজ বসত বাড়িতে মাদক বিক্রিকালে আসামি সুমনকে গ্রেফতার করা হয়।

এসময় ৩০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৪ হাজার ৫০৬ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top