বাঘায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার দুই

রাজশাহীর বাঘায় হেরোইন ও গাঁজাসহ পৃথকভাবে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে তাঁদের ।
জানা যায়, উপজেলার হেলালপুর গ্রামের মৃত টুটুল মন্ডলের স্ত্রী পান্না খাতুনের (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো সাড়ে ২৮ হাজার টাকার মূল্যের সাড়ে ৯ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়েছে তাঁকে। এ সময় নগদ সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
অপরদিকে চকরাজাপুর ইউনিয়নের নীচ পলাশী গ্রামে মৃত চাঁদ মৃধার ছেলে সাঈদ মৃধাকে (৬২) তাঁর নিজ বাড়ির শয়ন ঘর থেকে ২০ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আরপি/এসআর-০৭
আপনার মূল্যবান মতামত দিন: