রাজশাহী শুক্রবার, ২৩শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২

পদ্মার চরে ইব্রাহীম হত্যা মামলার দুই আসামী গ্রেফতার


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ২২:১৫

আপডেট:
২৩ মে ২০২৫ ১০:১০

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় পদ্মার চরে ইব্রাহীম হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঈশ্বরদী থানার সহযোগিতায় বাঘা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। শুক্রবার রাত ১০টার দিকে আসামীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ঈশ্বরদীর পাকশির হটাৎপাড়া গ্রামের মৃত আয়নাল ব্যাপারির ছেলে উজ্জল ব্যাপারি ও ইয়াসিন ব্যাপারি ছেলে লালন ব্যাপারি।

এ বিষয়ে পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও চৌমাদিয়া চরের আবদুর রহমান বলেন, দিদার ব্যাপারী, আবদুর রশিদ ও জিয়ার ক্যাডার বাহিনী এলাকায় অবৈধ ব্যবসা করে আসছিল। এই অবৈধ ব্যবসার বিষয়ে কেউ মুখ খুললে তার উপর নির্যাতন চালানো হতো। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে না। তারা এলাকায় রাজত্ব কায়েম করতে চায়। তবে কোন কোন সময় ইব্রাহীম এর প্রতিবাদ করতেন। এই প্রতিবাদ করতে গিয়ে গুলিতে প্রাণ দিতে হয়েছে তাকে ।

নিহতের ভাই ও মামলার বাদি সোলেমান হোসেন দেওয়ান বলেন, আমার ভাই ইব্রাহীন হোসেন দেওয়ান চৌমাদিয়া বাজারে বসেছিল। এ সময় দিদার ব্যাপারী, আবদুর রশিদ ও জিয়া বাহিনীর একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুলি করে ভাইকে হত্যা করে।

এ বিষয়ে মামলার তদšকারি অফিসার ও বাঘা থানার উপ-পরিদর্শক(এসআই) রবিউল ইসলাম বলেন, আগের গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দী অনুযায়ী উজ্জল ও লালনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ প্রকাশ্যে ইব্রাহীম হোসেনকে পদ্মার মধ্যে চৌমাদিয়া চরের দিদার ব্যাপারী, আবদুর রশিদ ও জিয়া বাহীনির একটি দল অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ইব্রাহীম হোসেনের ভাই সোলেমান হোসেন দেওয়ান বাদি হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে এই মামলা প্রধান দুই আসামী আবদুর রশিদ ও দিলাকে পুলিশ গ্রেফতার করেছে। তারা বর্তমানে কারাগারে রয়েছে।

 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top