রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র ব্রাজিলের


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২১ ১৬:১৫

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৫:২৪

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের টানা জয়ে ছেদ পড়লো। সোমবার কলম্বিয়ার বিপক্ষে নিজেদের দশম ম্যাচে গোলশূন্য ড্র করেছে তিতের শিষ্যরা।

একাদশে চারটি পরিবর্তন এনে বারানকুইলার এস্তাদিও মেত্রোপলিতানোয় আজ কলম্বিয়ার বিপক্ষে দল সাজিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। এদিন নিজের পছন্দের ৪-৪-২ ফর্মেশন বদলে ৪-৩-৩ ছকে দলকে মাঠে নামিয়েছিলেন তিনি। তবে কাজের কাজ কিছু হয়নি।

ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিল কলম্বিয়া। তবে ম্যাচের ৪ মিনিটে পাওয়া সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কলম্বিয়ার ইয়েরে মিনা। প্রথমার্ধে দারুণ একটি শট নিয়েছিলেন নেইমারও। তবে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর প্রথমার্ধে দুই দলই গোল করার চেষ্টা করে গেলেও সফল হয়নি কেউ।

গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে শুরু থেকেই দুই দল গোলের জন্য ফের লড়াই শুরু করে। তবে পেরে ওঠেনি কোনো দলই। শেষ ৩০ মিনিটে দুই দলই প্রতিপক্ষে গোলমুখে বেশ কয়েকবার হানা দিলেও গোলরক্ষকদের কল্যাণে রক্ষা পায় দু'দলই।

বাছাইপর্বে এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচে মধ্যে এটাই ব্রাজিলের প্রথম ড্র। জয় পেয়েছে বাকি ৯টিতেই। ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষেই রইলো ব্রাজিল। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনা।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top