রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বঙ্গবন্ধুর মুর‌্যাল প্রতিস্থাপনের বিরোধীদের বিচারের দা‌বি


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২০ ২২:১৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৭:২৮

ছবি: সংগৃহিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্বরূপ মুর‌্যাল প্রতিস্থাপনে যারা বিরোধীতা করছে তাদের গ্রেফতার ও বিচারের দাবি জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট।শ‌নিবার (২১ ন‌ভেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগ‌ঠন‌টি এ দা‌বি জানায়।

মানববন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে স্বাধীনতাবিরোধী চক্রের সকলকে চলমান আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হ‌বে। পাশাপা‌শি যে সমস্ত দুষ্কৃতিকারীরা জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিস্বরূপ মুর‌্যাল নির্মাণের বিরুদ্ধে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে
তাদেরকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে হবে।

ধর্ম বেঁচে ভিক্ষে করে খায় এমন রাজাকার শাবকরা আপত্তিকর অনেক কথাই ফেসবুকে, মাঠ-ময়দানে বলে আসছে। তাদের আর ছাড় দেয়া হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় মুক্তিযুদ্ধের চেতনায় ৭২ এর সংবিধান অনুযায়ী ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানায় সংগঠন‌টি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের সভাপ‌তি মনিরুল হকের সভাপ‌তি‌ত্বে মানববন্ধন উপ‌স্থিত ছি‌লেন, সংগঠ‌নের প্রধান উপদেষ্টা মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), সহ-সভাপতি মো. শফিকুর রহমান (শহীদ), মহাসচিব সালাউদ্দিন আহাম্মেদ ও সু‌প্রিম‌কো‌র্টের আইনজীবী তু‌রিন আফ‌রোজ প্রমুখ।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top