রাজশাহী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


মিরপুর-৬ ঝিলপাড় বস্তিতে আগুন

খোলা আকাশের নিচে রাত্রিযাপন, পুনর্বাসনে নেই দৃশ্যমান উদ্যোগ


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫০

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫২

ছবি: সংগৃহীত

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মিরপুর-৬ ঝিলপাড় বস্তির (চলন্তিকা বস্তি) বাসিন্দাদের ঠাঁই এখন খোলা আকাশের নিচে। গত ১৬ আগস্ট (শুক্রবার) রাতে অগ্নিকাণ্ডে সব হারিয়ে দিশেহারা বস্তিবাসীদের এখন নেই মাথা গোঁজার জায়গা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বস্তিতে ঢোকার মুখে মূল সড়কে দেখা যায় মানুষের জটলা। প্রখর রোদে খোলা আকাশের নিচে যেখানে বসা দায় সেখানে কোনো উপায়ান্তর না পেয়ে ত্রাণের জন্য অপেক্ষা করছেন তারা। যদি কোনো নেতা, এনজিও কিংবা সিটি কর্পোরেশনের কর্তারা ত্রাণ নিয়ে আসেন -এমন আশায়।

জটলার কাছে গিয়ে কথা বলতে চাইতেই আরও অনেকে ভিড় করেন। অনেকের শুকনো মুখে হাসি ফুটে। এই বুঝি ত্রাণের জন্য তালিকাভুক্তি করা হচ্ছে। সবাই নিজ নিজ নাম-ঠিকানা দিতে ব্যস্ত হয়ে ওঠেন। তবে সাংবাদিক পরিচয় জানার পর অনেকেরই মন খারাপ হয়।

শাহনুর নামে এক নারী বলেন, ‘অনেক তো লিখতাছেন, কিন্তু এক মাসেও তো থাকনের (থাকার) জায়গাটাই পাইলাম না। খাওনের দুশ্চিন্তা নিয়ে ঘুরিফিরি, কাজ-কামও পাই না। আমগো তো মানুষই মনে করে না সরকার।’

উপস্থিত অধিকাংশের অভিযোগ, সরকার নাকি আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। কিন্তু বাস্তবে কোনো খবরই নেই। জানা যায়, অগ্নিকাণ্ডের পর কিছু চাল, খেজুর ও তাঁবু দেয়া হয়েছে। তবে পুনর্বাসন আশ্বাসেই থেমে আছে।

আগুনের রাতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করতে গিয়ে পা ও কোমড়ের হাড় ভেঙে পঙ্গুপ্রায় রফিকুল ইসলাম বলেন, ‘সরকার ১০ লক্ষাধিক রোহিঙ্গার জন্য বাংলাদেশে থাকা-খাওনের ব্যবস্থা করছে। অথচ আমরা যারা বাংলাদেশি, ঘরবাড়ি হারা, বস্তিতে একটু ঠাঁই মিলছিল। হঠাৎ আগুনে সব হারিয়ে এখন আমরা খোলা আকাশের বাসিন্দা। শুরুতে কিছু চাল-ডাল, খেজুর মিললেও এখন আর কেউ আসে না, খোঁজ রাখে না।’

তাসলিমা, নীরু বেগম, ওসুমান বেগম, ছলি বেগম, রিজিয়া বেগম, আয়শা, সালমা, মালেকা, জহুরা, শাহনাজ, মনিরা বেগমসহ অসংখ্য নারী ছলছল চোখ নিয়ে শুধু থাকার জায়গার কথা বার বার বলছিলেন।

আগুনে ক্ষতিগ্রস্ত ঝিলপাড় বস্তিবাসীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যে তাদের পুনর্বাসনের জন্য বাউনিয়া বাঁধে কাজ শুরু হয়েছে। এখানকার ১০ হাজার পরিবারকে পর্যায়ক্রমে সেখানে স্থানান্তর করা হবে।

ডিএনসিসির বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূঞা  বলেন, পুনর্বাসনের জন্য জেলা প্রশাসন থেকে ২ হাজার পরিবারকে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে। প্রায় ১০ দিন পানি ও স্যানিটেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে ত্রাণ হিসেবে ৭ হাজার করে টাকা ও ১০ বালতি করে হাইজেনিক খাবার সরবরাহ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের থাকার ব্যবস্থা জেলা প্রশাসক কিংবা স্থানীয় সাংসদদের করার দায়িত্ব।

এদিকে অগ্নিকাণ্ডের এক মাস কেটে গেলেও মিরপুর-৬ ঝিলপাড় বস্তিবাসীর পুনর্বাসনে বাউনিয়া বাঁধে তেমন কোনো কার্যক্রমের অগ্রগতি চোখে পড়েনি। এছাড়া কোন প্রক্রিয়ায় সেখানে বস্তিবাসীর জায়গা বা ঘর বরাদ্দ দেয়া হয়ে সে বিষয়েও বস্তিবাসীরা কিছু জানেন না বলে জানান।

সম্প্রতি সংসদ ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠকেও মিরপুর-৬ ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ঝিলপাড় বস্তিতে আগুনে ২ হাজার ২৪৮টি ঘর, ১ হাজার ৯৮৮টি পরিবার এবং ৬ হাজার ৭৫৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আরপি/এমআই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top