ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের

নেত্রকোনার মদনের প্রত্যন্ত গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফরসাল (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকালে মদন উপজেলার সদর ইউনিয়নে কাপাসাটিয়া গ্রামে সবুজের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ফয়সাল উপজেলার কাপাসাটিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে ও মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রণির ছাত্র। পুলিশ জানায়, করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকায় গ্রামের কিশোররা ঘুড়ি ওড়ানোয় মেতে উঠে। সকলের সাথে ফয়সাল বাড়ির সামনে সকালে ঘুড়ি ওড়াতে গেলে একটি গাছে আটকে যায় তার ঘুরিটি।
ওই গাছের পাশ দিয়েই বিদ্যুতের মেইন লাইলের তার যাওয়ায় ঘুড়ি নামতে গাছে ওঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নীচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার শান্তুনু সাহা তাকে মৃত ঘোষণা করে।
ওসি মো. রমিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরপি / এমবি-৮
আপনার মূল্যবান মতামত দিন: