রাজশাহী মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪, ১লা কার্তিক ১৪৩১


বিচারপতিকে নিয়ে বিরুপ মন্তব্য, দিনাজপুরের মেয়রকে তলব


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৩ ২০:৩৭

আপডেট:
১৭ আগস্ট ২০২৩ ২০:৩৭

ফাইল ছবি

আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন ও বিচারাধীন বিষয়ে বিরুপ মন্তব্য করায় দিনাজপুর পৌর মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করা হয়। আগামী ২৪ আগস্ট তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালত জানান, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। মামলায় তার বিরুদ্ধে রায় হয়েছে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। ওই আপিল দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বিচারাধীন একটা বিষয়ে এভাবে রাস্তাঘাটে মন্তব্য করার সমীচিন নয়।

আরও পড়ুন: সর্বজনীন পেনশনে দুখী মানুষের অর্থনৈতিক সুরক্ষা থাকবে: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার আবেদনটি শুনানির জন্য উত্থাপন করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, এভাবে দেশের সর্বোচ্চ আদালতের একজন বিচারপতি ও মামলার রায় নিয়ে এ ধরনের মন্তব্য ধৃষ্টতা ছাড়া কিছুই নয়। এটা আপনাদের বিবেচনায় নেওয়া উচিত।

এবিষয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ইনায়েতুর রহিম আপিল বিভাগের বিচারক। একজন বিচারপতি সম্পর্কে মেয়র যে ভাষায় গালিগালাজ করেছেন তাতে কোর্টের ইমেজ ক্ষুন্ন হয়েছে।

তিনি বলেন, রায় হয়েছে তাতে আপিলের সুযোগ রয়েছে। তাই বলে এভাবে বিরুপ মন্তব্য করা যায় না। যদি এ ধরনের ধৃষ্টতার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কোর্টের প্রতি জনমনে আস্থার ঘাটতি দেখা দিবে।

মেয়রের পক্ষে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, পাবলিক মিটিংয়ে তিনি তার বক্তব্য সম্পর্কে জ্ঞাত। উনি এটা নিয়ে তর্ক করতে চান না। তবে তিনি বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

শুনানি শেষে আপিল বিভাগ মেয়রকে তলবের নির্দেশ দেন। একইসঙ্গে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারন করতে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: ক্ষমা ও রহমত পাওয়ার আমল

গত ৩ আগস্ট বিএনপির ঘোষিত কর্মসূচি পালনকালে বক্তব্য দেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। বক্তব্যে ওই মেয়র খালেদা জিয়ার মামলায় হাইকোর্টে রায়দানকারী বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে বিরুপ মন্তব্য করেন। শুধু বিরুপ মন্তব্য করেই উনি থেমে থাকেননি বিচারের রায় নিয়েও অবমাননাকর মন্তব্য করেন। মেয়রের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। বিষয়টি নজরে আসায় তা আবেদন আকারে আপিল বিভাগে নিয়ে যান মাহফুজুর রহমান রোমানসহ সুপ্রিম কোর্টের চার আইনজীবী।

তারা আবেদনে বলেন, মেয়রের এই বক্তব্য চরম আদালত অবমাননাকর।

 

 

 

আরপি/এসআর-০২


বিষয়: তলব আদালত


আপনার মূল্যবান মতামত দিন:

Top