রাজশাহী শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৩ ১৬:১৬

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০০:৫৭

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। ব্যালটের মাধ্যমে এমপি নির্বাচিত করতে ভোট দিচ্ছেন গুলশান-বনানীর বাসিন্দারা।

ভোট সুষ্ঠু করতে ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে অন্যতম তিন প্রার্থীকে এগিয়ে রাখছেন স্থানীয় ভোটাররা। আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহম্মদ এ. আরাফাত, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান। তাদের তিনজনের মধ্যে মূল প্রতিযোগিতা হবে বলে ধারণা করছেন ভোটাররা।

উপনির্বাচনে অংশ নেওয়া অন্য প্রতিদ্বন্দ্বিরা হলেন— জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

আসনটিতে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট নেওয়া হচ্ছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান গতরাতে ঢাকা মেইলকে জানিয়েছেন, কোথাও কোনো কেন্দ্র নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের আশঙ্কা করছি না। জাতীয় নির্বাচনের আগে এটি একটি মডেল নির্বাচন হবে বলেও জানান তিনি।

সকাল ১০টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নৌকার প্রার্থী মোহম্মদ এ. আরাফাত ভোট দেবেন বলে জানা গেছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়া আলোচিত ইউটিউবার আশরাফুল আলম হিরো আলম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। এই আসনের ভোটার না হওয়ায় তিনি নিজেকে ভোট দিতে পারবেন না।

হিরো আলমের সহকারী পরিচয় দেওয়া শুভ ঢাকা মেইলকে বলেন, হিরো আলম বগুড়ার ভোটার। তাই ঢাকায় ভোট দিতে পারবেন না। তবে ভোটের দিন আমরা সব কেন্দ্রে যাওয়ার চেষ্টা করব। ভোট সুষ্ঠু হলে একতারা মার্কা নিয়ে হিরো আলম বিজয়ী হবেন বলেও আশা তার।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গত ১৫ মে চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি পাঁচ মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

 

 

 

আরপি/এসআর-০২


বিষয়: ভোটগ্রহণ


আপনার মূল্যবান মতামত দিন:

Top