রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


কেমন থাকবে আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস?


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২১ ০৮:২৩

আপডেট:
১৪ ডিসেম্বর ২০২১ ০৮:৫০

ফাইল ছবি

পঞ্চগড় দিয়ে তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়াসহ রংপুর বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে এসেছে। গতকাল রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বছরের শীতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। আজ রাজধানীর তাপমাত্রা  কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ২০ ডিসেম্বরের পর দেশে শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ সোমবারের মধ্যে উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহের পর্যায়ের তাপমাত্রা চলে আসতে পারে। আর সারা দেশের রাতের তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। ২০ ডিসেম্বর পর্যন্ত এ ধরনের শীতল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মাসের তৃতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহ তীব্রতা পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল সকাল থেকে রাজধানীর আকাশে রোদের দেখা পাওয়া গেলেও সন্ধ্যার পর শীত নামতে থাকে। গত এক দিনে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় চট্টগ্রাম বিভাগ ছিল কিছুটা উষ্ণ, সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার আগে এবারের শীতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত ২৮ নভেম্বর। ওই দিন শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও একদিনের ব্যবধানে তা আবার ১০ ডিগ্রি ছাড়িয়েছে। রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার (১৩ ডিসেম্বর) সকালে তা বেড়ে হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি।

সোমবার অগ্রহায়ণের ২৮ তারিখ। আর দুদিন পরই শুরু হবে শীতের প্রথম মাস পৌষ। পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলতে পারে শৈত্যপ্রবাহের। এছাড়া আগামী ৩-৪ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রতিদিনই কমছে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আদ্রতা ছিলো ৬৮ শতাংশ।

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৩ মিনিটে, সূর্যাস্ত ৫টা ১৩ মিনিটে। এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

 

আরপি/ এমএএইচ-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top