রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


দিন দিন কমছে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০৪:৪৫

আপডেট:
১৩ মে ২০২৫ ০১:৫০

ফাইল ছবি

দিন দিন কমে যাচ্ছে তাপমাত্রা। যা নভেম্বর মাসের শেষের দিকে আরও কমবে। কিন্তু দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ইতোমধ্যে শীতের আমেজ শুরু হজয়ে গেছে। এ জেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় জেলাজুড়ে বইছে হিমেল হাওয়া।

গত কয়েক দিন ধরে দিনের বেলা কিছুটা গরম অনুভূত গেলেও সন্ধ্যায় উত্তর দিক থেকে হিমালয়ের হিম বাতাস বইতে শুরু করে।

এদিতে আবহাওয়াবিদরা বলছেন, মধ্যরাতের পর থেকে ভোররাত পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারপাশ। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা সামান্য কমা-বাড়ার মধ্য দিয়েই যাবে। তবে মাঝামাঝি থেকে তাপমাত্রা কমার ধারায়ই থাকতে পারে, মূলত ওই সময়েই শীত নামবে।

শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, টানা ১৩ দিন ধরে তেঁতুলিয়া জেলায় সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে৷

জানা গেছে, গত কয়েক দিন ধরে জেলার ৫ উপজেলায় হিমেল হাওয়া আর শীত অনুভূত হচ্ছে। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় প্রতি বছরের ন্যায় এবারো নির্দিষ্ট সময়ের আগেই জেলায় শীতের আমেজ শুরু হয়েছে। কয়েকদিন ধরে সন্ধ্যার পর বইছে হিমেল হাওয়া।

কুয়াশা আচ্ছন্ন ভোরে জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের বার্তা। প্রতি বছর অন্যান্য জেলার তুলনায় এই জেলায় আগেভাগেই শীত অনুভূত হওয়ায় জেলার খেটে খাওয়া ও দরিদ্র মানুষেরা চরম দুর্ভোগে পড়েন।

আবহাওয়া অফিস বলছে, গত এক মাসে জেলার তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রির ঘরে নেমেছে। তবে নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষ দিকে তাপমাত্রা নিম্ন ও তীব্র শীত অনুভূত হবে।

হিমালয়ের হিম বাতাস প্রবাহিত হওয়ার কারণে প্রতি বছর জেলায় কনকনে শীত অনুভূত হয় যা দীর্ঘ সময় ধরে থাকে। শুধু তাই নয় বছরের শীত মৌসুমে এ জেলায় দীর্ঘ সময় ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে।

সর্বোচ্চ তাপমাত্রাও কিছুটা কমেছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ছিল সৈয়দপুরে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩১ দশমিক ৫ ডিগ্রি।

একদিন আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় ঢাকায় বেড়েছে প্রায় ২ ডিগ্রি। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি থাকলেও, শনিবার তা বেড়ে হয়েছে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিপনটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরপি/ এমএএইচ-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top