রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


আগামী ৫ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে


প্রকাশিত:
৫ নভেম্বর ২০২১ ২৩:০৯

আপডেট:
৪ মে ২০২৪ ১৬:০৯

ফাইল ছবি

সারাদেশে গত একদিনে তাপমাত্রা কোথাও সামান্য বেড়েছে, কোথাও কমেছে। আগামী ২৪ ঘণ্টায় দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায়, ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে। একইসাথে আগামী ৫ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে, তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

শ্রীমঙ্গলে সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।  আগামীকাল সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৭ মিনিট এবং সূর্যদয় ভোর ৬ টা ৮ মিনিট।

তাপমাত্রাঃ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ। আজ সকাল ৯ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮%।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। সেটি এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

আরপি/ এমএএইচ-০১



আপনার মূল্যবান মতামত দিন:

Top