রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


‘চিকিৎসক পদক’ পেলেন ১৬ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২১ ১৬:৪০

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১০:২৫

চলতি বছর চিকিৎসক পদক পেলেন ১৬ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান। তাদের মধ্যে ১৪ জন চিকিৎসক, একজন আইনজীবী ও একজন সাংবাদিক। এছাড়া তিনটি ৩ চিকিৎসা প্রতিষ্ঠানকেও এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ারস ট্রাস্ট ও প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি এই পদক প্রদান করে। বুধবার রাতে অনলাইনে এ পদক ঘোষিত হয়। প্ল্যাটফর্মের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তা সরাসরি সম্প্রচার করা হয়।

চিকিৎসক পদক পেলেন যারা:
১. অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, চিকিৎসক ব্যসিক এন্ড এলায়েড

২. অধ্যাপক ডা. নজরুল ইসলাম, চিকিৎসক, ব্যসিক এন্ড এলায়েড

৩. অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, চিকিৎসক, মেডিসিন এন্ড এলায়েড

৪. অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক, চিকিৎসক, মেডিসিন এন্ড এলায়েড

৫. অধ্যাপক ডা. এ জেড এন মাইদুল ইসলাম, চিকিৎসক, মেডিসিন এন্ড এলায়েড

৬. অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান, চিকিৎসক, সার্জারি এন্ড এলায়েড

৭. ডা. মাহবুবুর রহমান চৌধুরী, চিকিৎসক, সার্জারি এন্ড এলায়েড

৮. অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, চিকিৎসক, গাইনোকোলজি এন্ড এলায়েড

৯. অধ্যাপক ডা. রাশিদা বেগম, চিকিৎসক, গাইনোকোলজি এন্ড এলায়েড

১০. অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদার, চিকিৎসক, পেডিয়াট্রিক্স এন্ড এলায়েড

১১. অধ্যাপক ডা. এম এ ফয়েজ, চিকিৎসক, চিকিৎসা গবেষণা

১২. অধ্যাপক ডা. তাহমিনা বানু, চিকিৎসক, চিকিৎসা গবেষণা

১৩. অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা, চিকিৎসক, ডেন্ট্রিস্ট্রি এন্ড এলায়েড

১৪. অধ্যাপক ডা. এম মনির হোসেন, চিকিৎসক, সমাজসেবা

১৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (হাসপাতাল সরকারি পর্যায়)

১৬. বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল (হাসপাতাল বেসরকারি পর্যায়)

১৭. হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর (সেবাধর্মী প্রতিষ্ঠান, সমাজসেবা)

১৮. জেড আই খান পান্না (আইনজীবী)

১৯. মোহসীন-উল হাকিম (সাংবাদিক, যমুনা টিভি

আরপি / এমবি-২



আপনার মূল্যবান মতামত দিন:

Top