আল জাজিরার অনুসন্ধান: যা বললেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ
বাংলাদেশের সেনাপ্রধান ও তার পরিবারের সদস্যদের নানা ধরনের কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ নিয়ে কাতার-ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার করা একটি অনুসন্ধানী প্রতিবেদনটি 'অসৎ উদ্দেশ্য' নিয়ে করা হয়েছে বলে দাবি করছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
ঢাকায় আর্মি এভিয়েশন গ্রুপের একটি অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন মি. আহমেদ।এসময় সেনাপ্রধানকে হেয় করার মাধ্যমে 'প্রধানমন্ত্রীকে হেয় করা' হয় বলেও তিনি মন্তব্য করেন।প্রতিবেদনটি সম্প্রচারের সময় জেনারেল আহমেদ যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। দেশে ফিরে প্রতিবেদনটি সম্পর্কে আজই (মঙ্গলবার) প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন ।
আল জাজিরার প্রতিবেদনে বিদেশে তার 'পলাতক' ভাইদের সাথে দেখা করা এবং বাংলাদেশে একটি বিয়ের অনুষ্ঠানে তাদের উপস্থিতি সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোন সাজা ছিল, না তার বিরুদ্ধে কোন মামলা ছিল।"
"তার আগেই যে মামলাটি ছিল তা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।"
'অল দ্য প্রাইম মিনিস্টার'স মেন' নামের প্রতিবেদনটি সম্প্রচারের পর থেকে এনিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
সেনাপ্রধান বলেন, "আমি যখন সরকারি কাজে কোথাও থাকবো তখন আমার নিরাপত্তা অফিসিয়ালি নিশ্চিত করা হয়। যে দেশে যাই সেই হোস্ট কান্ট্রি করে থাকে।
"কিন্তু যখন আমি কোথাও আমার ব্যক্তিগত সফরে থাকি... হয়ত কোন আত্মীয় স্বজনের কাছে যাই, সেই সময় অফিশিয়াল কোন প্রোটকল ব্যাবহার করা আমি সমীচীন মনে করি না। আমি মনে করি সেটা অপচয়। সেই দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ কিছু করে থাকে তাহলে সেটা অসৎ উদ্দেশ্য"।
আল জাজিরার প্রায় এক ঘণ্টার প্রতিবেদনটিতে মূলত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার তিন ভাই-এর কার্যক্রম দেখানো হয়েছে।
২০০৪ সালে জেনারেল আজিজ আহমেদের আপন তিন ভাই একটি হত্যাকাণ্ডের অপরাধে আদালতে দণ্ডিত হয়েছিলেন।
যাদের মধ্যে দুইজন হারিস আহমেদ এবং আনিস আহমেদ এখন পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে দেখানো হয় আনিস আহমেদ থাকেন কুয়ালালামপুরে আর হারিস আহমেদ আছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।
প্রতিবেদনের এক পর্যায়ে হারিস আহমেদ এবং আনিস আহমেদ দুজনকেই জেনারেল আজিজ আহমেদের ছেলের বিয়েতে বাংলাদেশে দেখা গেছে।
বারবার কেন তাকে টার্গেট করা হয় একজন সাংবাদিকের এরকম এক প্রশ্নের উত্তরে তিনি বলছেন, "আপনারাই বুঝে নেন কেন সেনাবাহিনীর প্রধানকে টার্গেট করা হচ্ছে? কারণ এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। আমাকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। আপনাদের এই জিনিসটা বুঝতে হবে।"
তিনি আরও বলেছেন, "আমার কারণে আমার প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের সরকার যাতে করে বিব্রত না হয়, বিতর্কিত না হয়, আমি সে ব্যাপারে সম্পূর্ণ সচেতন।"
"যা কিছু আপনারা শুনছেন এগুলোর কোন প্রমাণ....বিভিন্ন যায়গা থেকে কাট-পিছ সংগ্রহ করে তারা এটা করতেই পারবে, তবে তাদের উদ্দেশ্য হাসিল হবে না।"
সোমবার রাতে সেনাবাহিনী একটি প্রতিবাদলিপিতেও উল্লেখ করে, সেনাপ্রধানের ভাইয়েরা আগেই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন এবং বাংলাদেশে সেনাপ্রধানের ছেলের বিয়েতে অংশগ্রহণের সময় তারা দণ্ডপ্রাপ্ত ছিলেন না। সূত্র: বিবিসি নিউজ
আরপি / আইএইচ-০৬
আপনার মূল্যবান মতামত দিন: