রাজশাহী রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বৈরুতে ধ্বংসস্তূপের নিচে এক মাস পর মিলছে প্রাণের সাড়া


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৪

আপডেট:
৫ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৯

ছবি: সংগৃহিত

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বিস্ফোরণের এক মাস পর একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন পেয়েছেন উদ্ধারকর্মীরা। এর পরপরই শুক্রবার উদ্ধার অভিযান শুরু হয়েছে।

গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে ছয় বছর ধরে থাকা প্রায় তিন হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়। এতে ১৯১ জন নিহত হয়েছে এবং আহত হয় ছয় হাজারের বেশি মানুষ। বন্দরের আশেপাশের এলাকা বিধ্বস্ত হয়ে গৃহহীন হয় তিন লাখ মানুষ।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা আবাসিক জেলা গিমিয়াজির একটি ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে প্রাণের স্পন্দন ও শ্বাসপ্রশ্বাস চলছে এমন সংকেত পান সেন্সরে। এরপরই তারা কংক্রিটের ও গাঁথুনির টুকরা সরাতে কাজ শুরু করেন। ক্রেনের সাহায্যে সতর্কতার সঙ্গে ইস্পাতের অংশ ও অন্যান্য ভারী বর্জ্য সরিয়ে নেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে থাকা স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী মনসুর আল আসমার বলেন, ‘যন্ত্র বলছে এক জন জীবিত আছে, একটি হৃদস্পন্দন এবং কুকুর ঘটনাস্থলে একটি মৃতদেহ শনাক্ত করেছে। এটা তত্ত্ব। এখন আমরা নিশ্চিত হতে উদ্ধার অভিযান শুরু করেছি।’

স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে জড়ো হতে দেখা দেখে। তাদের প্রত্যাশা কাউকে হয়তো জীবিত উদ্ধার সম্ভব হবে।

মোহাম্মদ খোরি নামে ৬৫ বছরের এক ব্যক্তি জানান, তিনি আশা করছেন কাউকে জীবিত যেন পাওয়া যায়। অবশ্য মৃতদেহ পাওয়া গেলেও ওই পরিবারের সদস্যরা শান্তি পাবে।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top