রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


উইঘুর মুসলিম নির্যাতন রোধে চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০১৯ ০১:৪১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৩:৪৭

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি নিষেধাজ্ঞা আরোপর জন্য বিল পাস হয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর ও সংখ্যালঘুদের নির্যাতনে জড়িত চীনা কর্মকর্তাদের ওপর এ নিষেধাজ্ঞা  জারি হয়।

মঙ্গলবার রাতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এক ভোটের মাধ্যমে চীনের নিষেধাজ্ঞার পক্ষে ৪০৭টি ভোট পড়ে এবং নিষেধাজ্ঞার বিপক্ষে মাত্র একটি ভোট পড়ে। এতে বিলটি পাশ হয় বলে জানিয়েছে বিসিসি।

সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন, ডিটেনশন সেন্টারে আটকে রাখা ও হয়রানির কথা উল্লেখ করে নতুন এ বিল পাস করা হয়।

চীনা সরকারের নির্দিষ্ট কর্মকর্তা ও জিনজিয়াংয়ের কমিনিউস্ট পার্টির প্রধান চেন কোয়াঙ্গুওয়ের নাম নতুন এ নিষেধাজ্ঞা বিলে উল্লেখ করা হয়েছে।

বিলটিতে সিনেট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন। হংকংয়ে চীনা বিরোধীদের সমর্থনে ট্রাম্পের নতুন আইন পাসের একদিন পরেই নতুন এই বিল উত্থাপন করা হলো।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকে জিনজিয়াংয়ের ঘটনাকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে আসছে।

বিলের বিষয়ে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে বলা হয়, আমরা চাই জিনজিয়াং প্রদেশে ১০ লাখ সংখ্যালঘু মুসলিম উইঘুরদের পক্ষে বিশ্ববাসী মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি মোকাবেলা করুক।

নতুন এ বিলের ফলে বিশ্বের ক্ষমতাসীন দুই অর্থনৈতিক দেশের মধ্যে চলমান বাণিজ্যিক যুদ্ধ আরও তীব্র হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

মানবাধিকার সংগঠনগুলো আগে থেকে বলে আসছে জিনজিয়াংজুড়ে ১০ লাখ সংখ্যালঘু মুসলিমদের ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে।

তবে চীনা সরকার বলে আসছে সেখানে তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top