রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


এক কেজি দুধের দাম ২ হাজার, চালের কেজি ৫০০


প্রকাশিত:
২৬ মার্চ ২০২২ ০০:৪৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৫:১৭

ছবি: সংগৃহীত

অর্থনৈতিকভাবে দেওলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কা। এই অবস্থা দিন দিন আরও প্রকট হচ্ছে। নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে। অবস্থা এমন যে, এখানে এক কেজি দুধের দাম ২০০০ শ্রীলঙ্কান রুপি পর্যন্ত পৌঁছেছে। শুধু তাই নয়, বর্তমানে প্রতি কেজি চালও কিনতে হচ্ছে ৫০০ শ্রীলঙ্কান রুপি দরে। চিনির দাম প্রতি কেজি ২৯০ শ্রীলঙ্কান রুপিতে পৌঁছেছে।

মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। দুমুঠো খেয়ে বাঁচতে সংগ্রাম করতে হচ্ছে অনেককে। এরই মধ্যে অনেক শ্রীলঙ্কান সমুদ্র পাড়ি দিয়ে ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছেন। খবর ফিনান্সিয়াল এক্সপ্রেসের

গত মঙ্গলবার ১৬ জন শ্রীলঙ্কান সমুদ্রপথে ভারতে পৌঁছেছেন। তাদের মধ্যে এক দম্পতির কাছে ছিল চার মাসের সন্তানও। তারা জানিয়েছেন যে জীবন বাঁচাতে তারা দেশ ছেড়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে ১৯৮৯ সালের গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে শ্রীলঙ্কায়। পরিস্থিতি এতটাই খারাপ যে, এর কারণে অভিবাসন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

শ্রীলঙ্কার ওপর চীনসহ অনেক দেশের ঋণ ক্রমাগত বাড়ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭০ শতাংশ কমে ২.৩৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২.৮ বিলিয়ন ডলারে ঠেকেছিল। গত বছরের নভেম্বর নাগাদ মাসে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে ১.৫৮ বিলিয়ন ডলারের স্তরে পৌঁছে যায়। আগামী ১২ মাসের মধ্যে শ্রীলঙ্কাকে ৭.৩ বিলিয়ন ডলার (প্রায় ৫৪,০০০ কোটি টাকা) দেশি-বিদেশি ঋণ পরিশোধ করতে হবে। এর মধ্যে শুধু চীনের পাওনা ৬৮ শতাংশ।

শ্রীলঙ্কায় রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় প্রায় ১০০০ বেকারি বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে সে দেশে পাউরুটির দাম এখন আকাশছোঁয়া। এক প্যাকেট পাউরুটির জন্য ১৫০ শ্রীলঙ্কান রুপি দিতে হচ্ছে সাধারণ মানুষকে। একই সঙ্গে সাধারণ মানুষের বাজেটের বাইরে চলে গেছে মুরগির মাংসের দাম। জ্বালানির অভাবে দিনে ৭ ঘণ্টার বেশি বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না দেশটির মানুষ।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top