রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


তানোরে শিক্ষাপ্রতিষ্ঠানে বখাটেদের উৎপাত


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৯ ০৪:১৯

আপডেট:
৪ মে ২০২৪ ২২:৩২

প্রতীকি ছবি

রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও কোচিং সেন্টারের আশপাশ ঘিরে বখাটেদের উৎপাত বেড়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বখাটেদের অবস্থান এখন চোখে পড়ার মতো। কখনও এককভাবে আবার কখনও দলবদ্ধভাবে এসব বখাটে স্কুল-কলেজ, কোচিং পড়ুয়া মহিলা শিক্ষার্থীদের চলার পথে উত্ত্যক্ত করে আসছে।

জানাজানি হলে সামাজিকভাবে পরিবারের ওপর নানা অপবাদ আসতে পারে- এমন ভয়ে ছাত্রীদের অভিভাবকরাও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করতে সাহস করেন না। ঝামেলা এড়াতে অনেক ক্ষেত্রে অভিভাবকরা মেয়েদের বাল্যবিবাহ দিতে বাধ্য হচ্ছেন। 

জানা গেছে, তানোর পৌর সদরের বিভিন্ন স্কুল-কলেজসহ বিভিন্ন এলাকার নামে-বেনামে গড়ে ওঠা কোচিং প্রতিষ্ঠান ঘিরে বখাটেদের বিচরণ আগের চেয়ে বেড়েছে। শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ কিংবা ছুটির সময় বখাটেরা স্কুলের আশপাশে অবস্থান করে। সুযোগ বুঝে স্কুল ও কলেজগামী ছাত্রীদের অশালীন উক্তি ছুড়ে দিচ্ছে। বখাটেদের এসব অশালীন উক্তি স্কুল-কলেজগামী ছাত্রীরা নীরবে সহ্য করে গন্তব্যে যাচ্ছে। বিষয়টি ওপেন সিক্রেট হলেও এ ব্যাপারে কোনো প্রতিরোধ না থাকায় তা দিন দিন বেড়েই চলেছে। ছাত্রীদের মধ্যে অনেকেই বখাটে দ্বারা উৎপাতের শিকার হলেও লোকলজ্জার ভয়ে কেউ ঘটনা প্রকাশ করছে না। এতে ছাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের অভিভাবকরা থাকেন দুশ্চিন্তায়।

তানোর পৌর সদর এলাকার অভিভাবক তরিকুল ইসলাম বলেন, সকালে বাচ্চা নিয়ে স্কুলে ঢুকার সময় স্কুল গেটে বহিরাগত ছেলেরা অনেকটাই বিরক্ত করে।

তাই বখাটেদের এই বিচরণ বন্ধ করতে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি সচেতন মহলের।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জিল্লুর বলেন, এ বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়েছে। পুলিশি টহল জোরদার হলে বখাটেদের উৎপাত বন্ধ হবে।

তানোর থানার ওসি খায়রুল ইসলাম বলেন, ‘আমাদের কেউ অভিযোগ দিলে আমরা সে অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। ইভটিজিং বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হবে।

এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, বখাটেদের দৌরাত্ম্য বন্ধে নজরদারি বৃদ্ধি করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে বখাটে দমনে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও জানান ইউএনও।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top