গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও মসজিদের ইমামদের মাঝে কম্বল বিতরণ
রাজশাহীর গোদাগাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ও মসজিদের ইমামদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রাঙ্গনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে ৪৩৬ জন বীর মুক্তিযোদ্ধা ও ৬১১ জন মসজিদের ইমামের মাঝে এগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জানে আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী মোঃ আবু বাশির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম প্রমুখ।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: