রাজশাহীতে প্রকাশ্যে ধূমপান করে তরুণীদের প্রতিবাদ
রাজশাহীর সার্কিট হাউজের সামনে এক তরুণী প্রকাশ্যে ধূমপান করে হেনস্থা হবার প্রতিবাদে প্রকাশ্যে ধুমপান করে এবার প্রতিবাদ জানালেন একদল তরুণী।
শুক্রবার বিকেলে সার্কিট হাউজের সামনে বেশকিছু তরুণী জড়ো হয়ে প্রকাশ্যে ধূমপান করে হেনস্থা কারীদের শাস্তির দাবি জানান। গত ৬ ডিসেম্বর সার্কিট হাউজের সামনের রাস্তায় প্রকাশ্যে ধূমপান করার প্রতিবাদে এক তরুণীকে হেনস্থা করেন স্থানীয়রা। যার নেতৃত্ব দিয়েছিলেন শহিদ হোসেন বারেক।
ওই সময় তিনি উগ্র ভাষা ব্যবহার করে ওই তরুণীকে স্থান ত্যাগ করতে বাধ্য করেন। আজ শুক্রবার একদল তরুণী জড়ো হয়ে সেই স্থানেই প্রকাশ্যে ধূমপান করে প্রতিবাদ শুরু করলে স্থানীয় কিছু যুবক বাঁধা প্রদান করে।
এতে করে উভয় পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বাকবিতন্ডা হয়। ৬ ডিসেম্বর ওই তরুণীর প্রকাশ্যে ধূমপানের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে করে সামাজিক গণমাধ্যম গরম হয়ে উঠে।
পুরুষদের জন্য ধূমপান করা যাবে আর নারী বলে করা যাবে না এমন যুক্তিতর্কে ফেসবুক ও গণমাধ্যম সরব হয়ে উঠে। বর্তমানে পুলিশ খোঁজ নিচ্ছে হেনস্তা করা ওই ব্যক্তির ।
ওিই ভিডিওতে দেখা যায়, ধূমপানরত অবস্থায় তরুণ-তরুণীর ওপর চড়াও হন মধ্যবয়সী শহিদ হোসেন বারেক নামে স্থানীয় এক ঠিকাদার। সঙ্গে সঙ্গে এলাকায় আরও মানুষ জড়ো হয়। তারাও চড়াও হন ওই যুগলের প্রতি। এক পর্যায়ে তাদের উঠে যেতে বলেন। তরুণী পালটা প্রশ্ন করেন, মেয়ে বলেই কি আমাকে উঠে যেতে বলছেন? মেয়ে বলেই আমাকে বাধা দিচ্ছেন? তখন বারেক বলেন, হ্যাঁ মেয়ে বলেই বাধা দিচ্ছি। আরেকজন বলেন, এভাবে প্রকাশ্য মেয়ে মানুষ ধূমপান করলে তাদের পাড়ার মেয়েরা নষ্ট হয়ে যাবে।
ভদ্রভাবে উঠে যেতে বলছি, আপনারা উঠে যান। তখন তরুণীর সঙ্গে থাকা তরুণ বলেন, সিগারেট ফেলে দেওয়া হয়েছে। এখন তো ধূমপান হচ্ছে না। এখন বসে থাকতে আপত্তি কেন? তখন বারেক বলেন, এক মুহূর্ত এখানে বসা যাবে না। এখনই উঠে যান।
জানা গেছে, শহিদ হোসেন বারেক ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন। পরে তিনি দুইবার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে ভোট করে তার ফলাফল ভরাডুবি হয়। এতে দুইবারই তার জামানত হারাতে হয়। বর্তমানে তিনি ঠিকাদারি করেন। এ বিষয়ে নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে পুলিশ খোঁজ নিচ্ছে।
আরপি/ এআর
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: