রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

বাঘায় গৃহবধুর আত্মহত্যা


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২০ ০৩:৪৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ০৪:০৩


রাজশাহীর বাঘায় শ্বাসকষ্ট সহ্য করতে না পেরে জয়া রানী (৩২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। তিনি শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।

জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর হিন্দুপাড়া গ্রামের অখিল কুমারের স্ত্রী জয়া রানী দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট ও মাথার সমস্যায় ভূগছিলেন। এই সমস্যা সহ্য করতে না পেরে শনিবার সকালে পরিবারের লোকজনের অজান্তে নিজ ঘরের তীরের সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেন। পরে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

জয়া রানীর স্বামী অখিল কুমার জানান, সকালের নাস্তা করে নিজের কাজে যায়। পরে জানতে পারি আত্মহত্যা করেছে। তবে আমার স্ত্রী অনেক দিন থেকে শ্বাসকষ্টে ভূগছিল। এছাড়া মাথার সমস্যাও ছিল। তাকে বিভিন্নস্থানে চিকিসা করেও ভাল হয়নি।

ওসি নজরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ সৎ কার্যের অনুমতি দেয়া হয়েছে।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top