রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

গোদাগাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র উদ্বোধন


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২০ ০০:৪০

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ০৬:২৭

 

‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি'- এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহ পালন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলমগীর হোসেন।

পরে সিভিলে ডিফেন্স কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান। আলোচনা শেষে সভা ও দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শনী ও মহড়া অনুষ্ঠিত হয়।

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top