বাঘায় হত্যা-ডাকাতি মামলায় দুইজন কারাগারে

হত্যা ও ডাকাতি মামলায় রাজশাহীর বাঘায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে হত্যা মামলার আসামী হলেন- উপজেলার আড়ানি পৌর সভার চক সিংগা গ্রামের সাহাবাজের ছেলে মাজদার আলী।
ডাকাতি মামলার আসামি পৌর এলাকার বাজুবাঘা গ্রামের এরশাদ আলীর ছেলে ইজদার আলী ওরফে রিজদার। রোববার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাদের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন তারা আত্নগোপনে ছিলেন। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি ) নজরুল ইসলাম জানান, আজ সোমবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: