বঙ্গবন্ধুকে শোক ও শ্রদ্ধায় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের স্মরণ

জাতীয় শোক দিবসে গভীর শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী।
এ দিন বেলা ১১টার দিকে রাজশাহী কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর আবক্ষ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী।
রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রেন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেরাজ মোল্লা, সম্পাদক আব্দুল ওয়াদেদ দারা।
এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম মিজানুর রহমান রানা, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, মুর্দাশের রহমান সোহাগ, জহুরুল ইসলামসহ আরো অনেকে ।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের রুহের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ।
আরপি / এমবি-২০
আপনার মূল্যবান মতামত দিন: