রাজশাহী বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে একদিনে আরও ৭৯ জন করোনা আক্রান্ত


প্রকাশিত:
১০ আগস্ট ২০২০ ১৮:২০

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ০৪:৪৬

ছবি: সংগৃহিত

রাজশাহীতে একদিনে নতুন করে আরও ৭৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। রোববার (০৯ আগস্ট) রাজশাহীর দুটি ল্যাবে ৭৯ জনের নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে।  এসব রোগী প্রত্যেকেই রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন স্থানে আছেন।

এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৩ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্যসহ রাজশাহী মহানগরীর ৫৫ জন এবং গোদাগাড়ী উপজেলায় একজন ও পুঠিয়া উপজেলায় চারজন, পবা উপজেলায় ছয়জন, মোহনপুর উপজেলায় চারজন, বাঘার উপজেলায় সাতজন ও বাগমারার উপজেলায় দুইজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে, জেলা সিভিল সার্জন এনামুল হক জানান, নতুন করে করোনা আক্রান্তদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, নতুন ৭৯ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ৬৫৩ জন। এর মধ্যে ১ হাজার ৮৪১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ২৯ জন। গত ১২ এপ্রিল রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

 

আরপি / এমবি-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top