রাজশাহীতে করোনায় একজনের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম মোনোয়ারুল আহসান (৭০)। তিনি রাজশাহী গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার মৃত মাজদার হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,মোনোয়ারুল আহসান শুক্রবার সকালে জ্বর-সর্দি-কাশিসহ করোনা পজেটিভ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। সেখানেই তিনি মারা যান।
মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানিয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করেন।
আরপি / এমবি-২১
আপনার মূল্যবান মতামত দিন: