রাজশাহী বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

রাজশাহীর দুই ল্যাবে আরো ৯৫ জনের করোনা শনাক্ত


প্রকাশিত:
২২ জুলাই ২০২০ ০৭:১৬

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ০৭:৫০

ছবি: সংগৃহিত

রাজশাহীর দুটি ল্যাবে আরো ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে ৯৫ জনই রাজশাহীর বাসিন্দা। বাকি তিনজনের বাড়ি পাবনায়।মঙ্গলবার মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতালের আলাদা ল্যাবে তাদের করোনা ধরা পড়ে।

এর মধ্যে রামেকের ভাইরোলজি ল্যাবে ৪৯ জনের করোনা শনাক্ত হয়।বাকি ৪৯ জনের করোনা ধরা পড়ে রামেক হাসপাতালের মালিক্যুলার বায়োলজি ল্যাবে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে ১৮৮টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। এদের ৩০ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।

বাকিদের মধ্যে রামেক হাসপাতালের ২ জন, বাগমারার ২ জন, ২ জন র‌্যাব-৫ সদস্য, ৯ জন পুলিশ সদস্য এবং পুঠিয়া, গোদাগাড়ী, দুর্গাপুর এবং চারঘাট উপজেলার ১ জন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়।

অন্যদিকে, রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, তাদের ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহীর ১৪৪টি, পাবনার ৪১টি এবং নাটোরের দুটি নমুনা ছিল। এর মধ্যে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহীর ৪৬ জনের মধ্যে ৩৩ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। আর ১২ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রোগী। বাকি একজন জেলার বাঘা উপজেলার বাসিন্দা। আর পাবনার তিনজনের মধ্যে দুইজনের বাড়ি সুজানগর উপজেলায়। একজনের বাড়ি সদর।

দুই ল্যাবে ৯৫ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৭৫ জনে দাঁড়াল। রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭৬ জন। করোনায় এপর্যন্ত মারা গেছেন ১৮ জন।

 

 

আরপি / এমবি-১


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top