রাজশাহীতে করোনা-উপসর্গে দুই জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মিজানুর রহমান।
তিনি নগরের শালবাগান এলাকার মোকলেসুর রহমানের স্ত্রী। মৃতের লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। আর করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক (৬০)। নওগাঁর পোরশা উপজেলায় তার বাড়ি। বাবার নাম ইয়াহিয়া খান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত আফরোজা বেগম রোববার হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। রাত আড়াইটার দিকে তিনি মারা গেছেন।
আর করোনার উপসর্গ নিয়ে আবু বক্কর সিদ্দিক ভর্তি হয়েছিলেন গত ১৭ জুলাই। হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মারা যান।
ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, এই দুজনের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়েছে। তাদের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দুটি দাফনের ব্যবস্থা করছেন।
আরপি / এমবি-১০
আপনার মূল্যবান মতামত দিন: