রামেক হাসপাতালে করোনায় আরো দুইজনের প্রাণহানি, উপসর্গে ১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।
করোনায় মারা যাওয়া দুইজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকারপাড়া গ্রামের কাজী আতাউর রহমান (৫৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের জোহরা খাতুন (৭০)।
এছাড়া একই দিনে করোনার উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নাম আবদুস সাত্তর খান (৭৩)। তিনি বিদ্যুৎ বিভাগের একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী। তার বাড়ি গাজীপুর। তবে ছেলের সঙ্গে তিনি রাজশাহী শহরে থাকতেন।
মৃত আতাউর রহমানের ছেলে মুসফিকুর রহমান কাজল জানান, গত ৫ জুলাই তার বাবার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। মৃত জোহরা খাতুনের ছেলে জাহিদুল ইসলাম জানান, গত শুক্রবার তার বাবার নমুনায় করোনা শনাক্ত হয়েছিল।
আর মৃত আবদুস সাত্তার খানের ছেলে সারজিল খান জানান, শনিবার সকালে তার বাবার নমুনা নেয়া হয়েছে। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা গেছেন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তিনজনই শনিবার রাতে মারা যান। মৃত্যুর পর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়। রোববার সকালে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ গ্রামে নিয়ে গিয়ে মরদেহ দাফনের ব্যবস্থা করেছে।
আরপি / এমবি-১২
আপনার মূল্যবান মতামত দিন: