রাজশাহীতে আরোও ৮৯ জন শনাক্ত, মোট আক্রান্ত ২০৩৬

রাজশাহীতে একদিনে আরো ৮৯ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাজশাহীর দু’টি ল্যাবে ৩৬০ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের শরীরেরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে ৬২ জনই রাজশাহীর বাসিন্দা। এ নিয়ে রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজর ৩৬ জন। বাকি ১৭ জন নাটোরে জেলার বাসিন্দা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার তাদের ল্যাবে ১৮০টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ।
আক্রান্তদের মধ্যে চারজন রামেক হাসপাতালের চিকিৎসক, ১৩ জন বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগী, পাঁচজন র্যাব-৫ এর সদস্য, চারজন পুলিশ সদস্য। বাকি তিনজন রাজশাহী নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
এর আগে সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের ল্যাবে ৬০ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে ৪৩ জন রাজশাহী মহানগরীর। বাকি ১৭ জন নাটোর জেলার বাসিন্দা।
এদিকে, একদিনে নতুন করে ৬২ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজর ৩৬ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন আর সুস্থ হয়েছেন ৬০২। নাটোরে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। আর সুস্থ হয়েছেন নাটোরের ১১৫ জন এবং মারা গেছেন একজন।
আরপি / এমবি-১
আপনার মূল্যবান মতামত দিন: