রাজশাহীর ল্যাবে আরো ৯১ জন শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৯৭৬

রাজশাহীর দু’টি ল্যাবে একদিনে আরো ৯১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
এর মধ্যে রাজশাহীর বাসিন্দা ৫৫ জন । এ নিয়ে রাজশাহীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৭৬ জন। আর আক্রান্ত অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৪ এবং নাটোরের ২২ জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে ১৮৪টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে দুইজন হাসপাতালের চিকিৎসক, ১২ জন ভর্তিকৃত রোগী, একজন র্যাব-৫ এর সদস্য, একজন পুলিশ কর্মকর্তা, একজন স্বাস্থ্যকর্মী, রাজশাহী সিটি করপোরেশনের দুইজন, পুঠিয়ার দুইজন ও গোদাগাড়ীর একজন।
রামেক হাসপাতালে আক্রান্তরা হলেন- ডা. এসকে আশিকুর রহমান (৩৬), ডা. শেখ নাজমুল কবির (৩৩), রামেক হাসপাতালের মানিক কুমার (৪৬), মোসা. নাসিমা খাতুন (৫৪), মোসা. রেজিয়া খাতুন (৫০), সেলিনা খাতুন (২৮), মোসা. দিলরুবা খাতুন (৫৮), ফাতেমা খাতুন (৩৩), স্বাস্থ্যকর্মী শামসুন্নাহার (৩৮),
আইসিইউতে থাকা মো. রহিম হোসেন (), নিউ আইসিইউ দিলারা খাতুন (৪২), ২৪ নং ওয়ার্ডে আলিয়ারা খাতুন (৪১), উপশহরের বাসিন্দা মো. হাবিবুর রহমান (২৮), মো. রবিউল হাসান (৪০), ঘোড়ামারা এলাকার মো. মামুন-অর-রশিদ (৩২), র্যাব-৫ এর সদস্য নাসির উদ্দীন (৪৫)।
রাসিকের ১৪ নং ওয়ার্ডের নাজমা আক্তার মনি (১৬), ২৬ নং ওয়ার্ডের মাসুমা আক্তার (৩২)। পুঠিয়া উপজেলার সাত্তার (), কাউসার ()। গোদাগাড়ীর মোসা. শরীফা খাতুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিজভী আহমেদ ভূইঞা। আক্রান্ত অপরজন হলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্মকর্তা সালমা সুলতানা (৩৩)।
এর আগে সন্ধ্যায় রামেকের ল্যাবে করোনা টেস্ট রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৩২ জন। এর মধ্যে ২৪ জনই মহানগরীর বাসিন্দা। এছাড়া ৫ জন তানোরের এবং ৩ জন পবা উপজেলার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জের ১৪ জনের মধ্যে ১০ জনের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। বাকি চারজনের বাড়ি সদর উপজেলায়। আর নাটোরের ২২ জনের মধ্যে ১২ জনের বাড়ি সদর উপজেলায়। ৮ জনের বাড়ি সদর উপজেলায়। আর ২ জন গুরুদাসপুর উপজেলার বাসিন্দা।
এদিকে, রাজশাহীতে নতুন ৫৫ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৭৬ জনে দাঁড়াল। চাঁপাইনবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা হলো ২৪১ জন। আর নাটোরে মোট শনাক্তের সংখ্যা ৩২৮ জন।
আরপি / এমবি-১
আপনার মূল্যবান মতামত দিন: