রাজশাহী মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১

রাজশাহীতে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু


প্রকাশিত:
১৪ জুলাই ২০২০ ১৮:৩৪

আপডেট:
২১ মে ২০২৪ ০২:৫৮

ছবি: সংগৃহিত

রাজশাহীতে করোনার উপগর্স নিয়ে কামাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

কামাল উদ্দিন নগরীর শিরোইল এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার গোনা-চাপড়া এলাকায়।

মৃতের ছেলে প্রকৌশলী মাশফি মোহাম্মদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। সোমবার তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। পরীক্ষায় তার মূত্রতন্ত্রে সংক্রমণ ধরা পড়ে।

তবে করোনার উপসর্গ থাকায় তাকে করোনা সন্দেহে হাসপাতলের ৩০ নম্বর ওয়ার্ডে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সেখানেই তিনি মারা যান। গ্রামের বাড়িতে মরদেহ দাফনের কথা জানান তিনি।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, করোনা পরীক্ষায় মরদেহের নমুনা নেয়া হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেলেই করোনা সংক্রমণ ছিল কিনা নিশ্চিত হওয়া যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের নির্দেশ দেয়া হয়েছে।

 

 

আরপি / এমবি-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top