রাজশাহী বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে করোনায় আরও একজনের প্রাণহানি


প্রকাশিত:
১০ জুলাই ২০২০ ১৭:০৯

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ১০:৫১

ছবি: সংগৃহীত

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৫ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (৯জুলাই) রাত ১০টায় রামেক হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের নাম মো: মাইনুল ইসলাম (৬৫)। তিনি নগরের রানী বাজার বাটার মোড় এলাকার মো: জাইদুল রহমানের ছেলে। এ নিয়ে রজশাহীতে ১৪ জনের মৃত্যু হলো করোনায়। আর শুধু রাজশাহী নগরে মৃতের সংখ্যা ৭ জন।

মাইনুল ইসলামের ভাই আতিকুল ইসলাম জানান,  করোনা উপসর্গ নিয়ে তাকে শনিবার হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। এর পর নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ধরা পড়ে। রোববার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত আইসিইউতে সিফট করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মৃতের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে। এজন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

 

 

আরপি / এমবি-৬

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top