রাজশাহী শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

রাজশাহীর দু্ই ল্যাবে একদিনে ৫৪ জন শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৪৬৯


প্রকাশিত:
১০ জুলাই ২০২০ ১৬:৩৮

আপডেট:
১০ জুলাই ২০২০ ১৭:১৩

প্রতীকী ছবি

রাজশাহীর দুই ল্যাবে বৃহস্পতিবার (৯ জুলাই) ৫৪ জনের নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে রাজশাহীতে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৬৯ জন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এ দিন তাদের ল্যাবে মোট ৪৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হন। এর মধ্যে একজনের বাড়ি নওগাঁ। বাকি ৪৫ জন আছেন রাজশাহীতে।

এদের মধ্যে ১১ জন রামেক হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ অন্যান্য কর্মী, ৫ জন হাসপাতালের রোগী, নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা ১৫ জন, তিনজন রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের রোগী, পুলিশ সদস্য ছয়জন এবং একজন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। এছাড়া শনাক্তদের মধ্যে তিনজনের বাড়ি তানোর উপজেলা এবং একজনের বাড়ি বাগমারা।

অন্যদিকে রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে মোট ৫১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৩৫ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। সাতজনের বাড়ি নাটোর। আর বাকি নয়জন রাজশাহী মহানগরের বাসিন্দা।

নতুন ৫৪ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৬৯ জনে দাঁড়াল। স্বাস্থ্য বিভাগের হিসাবে রাজশাহীতে এ পর্যন্ত ১৩ জনের প্রাণ গেছে করোনায়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫৭ জন।

 

 

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top