রাজশাহীতে একদিনে আরো ৮২ জন শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৩৪০

রাজশাহীর দু’টি ল্যাবে মঙ্গলবার (৭ জুলাই) একদিনে ৮২ জনের জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্ত সংখ্যা দাড়ালো ১৩৪০ জন।
আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন এবং নাটোরের তিনজন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস রাতে জানান, মঙ্গলবার তাদের ল্যাবে ১৮২টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে পজিটিভ ৩৯টি।
আক্রান্তদের মধ্যে রামেক হাসপাতালের কর্মী ও রোগীরা হলেন- পাবনার মো. উজ্জল হোসেন (৩৬), রাজশাহীর মো. সাইফুল ইসলাম (৩৪), মো. ফারুক হোসেন (৪০), ফারজিন আক্তার (৩৪), তানজিমা খাতুন (২৬), ফারুক হোসেন (২৭), রমজান আলী (২৩)।
বগুড়াপাড়ার শওগত ইকবাল (৩১), ৩২ নং ওয়ার্ডে ভর্তিকৃত সুফিয়া (), ৩০ নং ওয়ার্ডের নুর-এ জান্নাত (৩২), মো. জাহাঙ্গীর (৪৫), নামিনুল ইসলাম (৬৫), লক্ষ্মীপুরের মো. রাহিদ আলম (৩৫), চাঁপাইনবাবগঞ্জের কাজলী (৪৫)।
কাদিরগঞ্জের মেহের নিগার (৩০), ডা. গালিব-উজ্জামান (২৪), আলীগঞ্জের তাইজুল ইসলাম (৩৫), ষষ্ঠীতলার মোসা. উম্মে হালিমা (১২), মো. মোহাইমিনুল ইসলাম (৯), রিমা খাতুন (৪০), সেলিনা খাতুন (৩২), সাথী শারমিন (২৩), আসমা খাতুন (৫৪), গৌরহাঙ্গার নূর খান (৪০)।
পুলিশ হাসপাতালের মো. সাজিদুল হোসাইন (৪৫), মো. আলমগীর হোসেন (৩০), রাফিদা সুলতানা (), এএসআই মো. বকুল হোসেন (৪৮), জসিম উদ্দীন (৪২), শিরিনা সুলতানা (৩০), মো. তারিকুল ইসলাম (২৬), রাজু লাল (৪৮), মো. আলী নেওয়াজ (৫০)।
রাসিকের ২১ নং ওয়ার্ডের মর্তুজা (৪১), আ.ক.ম শামসুল আজম (৪৪), ৩০ নং ওয়ার্ডের মিলন (৪০), ২৫ নং ওয়ার্ডের তানজিম ইসলাম (২৫), ৯ নং ওয়ার্ডের মোসা. শাহিদা বেগম (৪৩)। এছাড়া মিশন হাসপাতালের আক্রান্ত ব্যক্তি হলেন আলমগীর (৪০)।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের ল্যাবে ৪৩ জনের নমুনায় করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে রাজশাহীর বাসিন্দা ২৪ জন। আর চাঁপাইনবাবগঞ্জের ১৬ এবং নাটোরের তিনজন।
রামেক ল্যাবে রাজশাহীর আক্রান্তরা হলেন- আনিকা ফাইজা (১৪), জামেনা খাতুন (৫৫), সিরাজুল ইসলাম (৩৫), পারভেজ আলম সুমন (৫০), আক্তার হোসেন (৪০), সুরাইয়া জান্নাত (১১), দীপিকা রাণী (৩৫), সাবিনা (৩৭), রেদুল (১৫), দুলাল (৩০), আব্দুল্লাহ আলম মামুন (৪৬)।
এনামুল (৩০), মো. হাবিবুর রহমান (৬৫), ফরিদা রহমান (৬১), সুক্ত কুমার (১৭), মনিরা খাতুন (৩৪), কোহিনূর (৭০), মুর্শিদা (৪০), সিমিন সাদিয়া (২০), মতিউর রহমান (৩৭), আনিসুর রহমান (৫৩), ফারহানা হক (৪২), গোলাম আবু জিয়া (৫০)।
এদিকে, নতুন করে একদিনে ৬৩ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৪০ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ জন। আর সুস্থ হয়েছেন ১৬৫ জন।
আরপি / এমবি-২
আপনার মূল্যবান মতামত দিন: