রাজশাহীতে একদিনে ৯৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১১৭৪

রাজশাহীর দু’টি ল্যাবে একদিনে নতুন করে আরো ৯৯ জনের নমুনায় করোনার শনাক্ত হয়েছে। রোববার (৫ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে ২৩ জন এবং হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে ৬৬ জনের নমুনায় রিপোর্ট পজিটিভ আসে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রোববার হাসপাতালের ল্যাবে ১৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৪ জনের পজিটিভ রিপোর্ট আসে।
আক্রান্তদের মধ্যে ৩১ জন রামেক হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগী, ছয়জন পুলিশ হাসপাতালে ভর্তি, মিশন হাসপাতালের সাতজন, মহানগরীর বাসিন্দা ১১ জন, পুঠিয়া উপজেলার চারজন, বাগমারার চারজন এবং দুর্গাপুরের একজন রয়েছেন।
রামেক হাসপাতালে আক্রান্তরা হলেন- লালপুরের মো. রায়হান (২৩), কাটাখালির মাজেদুর রহমান (৩৫), ঘোষপাড়ার সানজিদা (?), পুঠিয়ার মাহবুবুর রহমান (৪৮), বোয়ালিয়া থানা এলাকার আব্দুল মজিদ (৬২), নওগাঁর রফিকুল ইসলাম (৩৭), ফেরদৌসী সরকার (৫৪), ফাতেমা খাতুন (৬৫)।
আলমগীর হোসেন (৩৮), মোছা. হাফসা (০৫), রাকিবুল ইসলাম (২৮), মোছা. সুফিয়া খাতুন (৪৬), ২৯ নং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আফজাউল হক (৬৮), লক্ষ্মী রাণী (৬১), আহসান হাবীব (২৭), উম্মে ফারজানা (), তামান্না ইয়াসমিন (), জিনাত আফরিন (৫১)।
ডা. জোহান্দ মেহেরওয়ার হোসাইন (৫৮), জাকিয়া সুলতানা (২৮), জোহুসা খাতুন (২৮), মেরিনা খাতুন (), মিজানুর রহমান (৩৫), শাহাদত হোসেন (৩৬), লিয়াকত আলী (৫১), মো. ইব্রাহিম (৪৮), র্যাব সদস্য রেজাউল হক (৩৫) ও মো. রায়হান আলী (২৭)।
রাসিকের ৩ নং ওয়ার্ডের শারমিন (৩০), ৬ নং ওয়ার্ডের মিম (২১), শরিফুল (৩৯), ১৪ নং ওয়ার্ডের রওশন আরা (৫০), জুয়েল (৬১), মোয়াজ্জেম (৪৫), ২১ নং ওয়ার্ডের গোলাম মোস্তফা (৪০), শামীম (৪৫), শরিফা (৪১), ১২ নং ওয়ার্ডের মো. আশরাফ সিদ্দিকী (৫৩)।
মিশন হাসপাতালের আক্রান্তরা হলেন- আফজাল হোসেন (৪০), তসলিমা উদ্দীন (৭০), এনামুল হক (৪৪), আশরাফুজ্জামান (৩৫), কৃষ্ণ কুন্ড (৫৭), ফিরোজ (৬২), আব্দুস সাত্তার (৫৮)।
পুলিশ হাসপাতালে আক্রান্তরা হলেন- আজ্জাল ইসলাম (২৭), সাজু শেখ (৩৬), মো. আব্দুল খালেক (৪৫), মো. বিহিন উদ্দীন (৪০), টিএসআই রফিক (৫৭), মুক্তা বেগম (৪৫)।
বাগমারার শনাক্তরা হলেন- বাশার (৩০), অহিদুল (৩৮), ইউনুস আলী (৪৩), শাপলা (২৬) পুঠিয়ার আক্রান্তরা হলেন- মো. আজিজুর রহমান (৬৫), হাসিবুর রহমান (৩৪), জামিল মাহমুদ (২৬), মোশারফ হোসেন (২৩)।
তানোরের শনাক্তরা হলেন- মোকলেসুর রহমান (৪৯), আলতাপ হোসেন (৩৫)। এছাড়া দুর্গাপুরের আক্রান্তের নাম মো. নাসির আহমেদ (২৯)।
এর আগে সন্ধ্যায় রামেকের ভাইরোলজি বিভাগের ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে রাজশাহী জেলার ২৩ জন এবং পাবনার আটজন ও নাটোরের ছয়জন।
এদিকে, একদিনে নতুন করে ৯৯ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৭৪ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১২ জন। আর সুস্থ হয়েছেন ১১৪ জন।
আরপি / এমবি-৫
আপনার মূল্যবান মতামত দিন: