রাজপাড়া থানার ওসি ও কনস্টেবল করোনা আক্রান্ত

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন ও পুলিশ সদস্য কামরুজ্জামান (৩৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কনস্টেবল কামরুজ্জামান রাজশাহী কলেজ পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত।
মঙ্গলবার (৩০ জুন) রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভি আসে।
তবে হাসপাতালের রিপোর্টে ওসি শাহাদত হোসেনের নাম ও মোবাইল নম্বর ঠিক থাকলেও বয়সের স্থলে ৮৫ বছর লেখা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাজশাহীতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদিন দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে রাজশাহী মহানগরীর ৫৯ জন, তানোর উপজেলার আটজন এবং চারঘাটের দুইজন। আক্রান্ত অন্য নয়জন নাটোর জেলার বাসিন্দা।
নতুন করে ৬৯ জন আক্রান্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৬৮ জন। এর মধ্যে মারা গেছেন আটজন। নাটোরে আক্রান্ত রোগী বেড়ে দাঁড়াল ১৭৮ জন।
আরপি/ এএন-৪
বিষয়: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদত হোসেন পুলিশ সদস্য কামরুজ্জামান রাজশাহী কলেজ পুলিশ ফাঁড়ি করোনা আক্রান্ত
আপনার মূল্যবান মতামত দিন: