বুড়িগঙ্গায় লঞ্চ ডুবিতে হতাহতের ঘটনায় মেয়র লিটনের শোক প্রকাশ

বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের ফরাশগঞ্জ ঘাটে যাত্রীবাহী লঞ্চ ডুবে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাঁদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানিয়েছেন মেয়র খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের ফরাশগঞ্জ ঘাটে যাত্রীবাহী লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু ঘটেছে। নিখোঁজ আছেন অনেকে।
আরপি / এমবি-১
আপনার মূল্যবান মতামত দিন: