গোদাগাড়ীতে নতুন আঙ্গিকে তৈমুর হোটেল এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ীতে নতুন আঙ্গিকে তৈমুর হোটেল ও রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকাল ৫টায় উপজেলা সদর টেলিফোন অফিসের সামনে অবস্থিত উন্নত মানের খাবার হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী পৌর আওয়ামীগের সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস।
উল্লেখ্য, হোটেলটি আগে থেকেই ঐ অঞ্চলে সুনামের সাথে ব্যবসা করে আসছিল। সময়ের পরিবর্তন ও খদ্দেরদের চাহিদার প্রেক্ষিতে হোটেলটিকে নতুনভাবে সাজানো হয়েছে। সুন্দর করে ঢেলে সাজানোর পরে সোমবার তা উদ্বোধন করা হয়েছে।
তৈমুর হোটেল ও রেষ্টুরেন্টের ব্যবস্থপনা পরিচালক তৈমুর রহমানের আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, ইমামসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আরপি/ এএন-৫
আপনার মূল্যবান মতামত দিন: