রাজশাহী শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২

পৃথক দুর্ঘটনায় ঈদের দিনে সড়কে প্রাণ গেল গোদাগাড়ীর যুবকের, আহত ২


প্রকাশিত:
২৬ মে ২০২০ ০৭:১৮

আপডেট:
২ মে ২০২৫ ১২:৩৪

দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা

ঈদের দিন ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। আহত হয়েছে আরও দুই জন। সোমবার (২৩ মে) রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দু'জন আহত হয়েছেন।

নিহত রিয়াদ (১৮) গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে। আহত রিপন (১৬) শ্রীমন্তপুর গ্রামের শামসুল হকের ছেলে। অপরজনের নাম আলামিন। এরা দু'জনই এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কয়েকদিন পর তাদের ফল প্রকাশ হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের পর বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে আনন্দ ভ্রমণে বের হন রিয়াদ। বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর সোনাদীঘি এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কায় রিয়াদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় তাকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে, দুপুর ২ টার দিকে বাইপাস-বিজয়নগর সড়কে ফুলতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিপন ও আলামিন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। রিপনের মৃত্যুর শঙ্কায় থাকায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, রিয়াদের মৃত্যুর খবর আমাদের জানা আছে। কিন্তু রিপনের দূর্ঘটনায় খবর আমরা জানিনা। পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরপি/ এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top