এতিম ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীর ৪ টি উপজেলায় ৯টি এতিমখানার ৩৮০ জন এতিমের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই বিভিন্নভাবে সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় এবারে এগিয়ে এসেছে লেডিসক্লাব ও সেপকস। ৪০ ইস্ট বেঙ্গল (মেক) বিভিন্ন উপজেলা ছাড়াও রাজশাহী নগরীতে গত দু'দিন আগে ২৫০ জন দুস্থদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
খাদ্য সামগ্রীর হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ২ প্যাকেট সাবান বিতরণ করা হয়।
৪০ ইস্ট বেঙ্গল (মেক) ক্যাপ্টেন সাজিদ হক জানান, বিভিন্ন এলাকার স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে প্রকৃত দুস্থদের তালিকা তৈরী করে ৪টি উপজেলার ৯টি এতিম খানার ৩৮০ জন এতিমের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দূর্যোগকালীন সময়ে সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিষয়: মুজিববর্ষ উপলক্ষে রাজশাহী ৯টি এতিমখানার ৩৮০ জন এতিমের ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী ক্যাপ্টেন সাজিদ হক
আপনার মূল্যবান মতামত দিন: