রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে করোনা এখনও সনাক্ত হয়নি, আইসোলেশনেও কেউ নেই


প্রকাশিত:
২১ মার্চ ২০২০ ০১:০৬

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১৩

ছবি: সংগৃহীত

রাজশাহীতে করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী এখনও সনাক্ত হয়নি। সেইসাথে আইসোলেশনেও কেউ নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার।

আজ শুক্রবার রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে লিফলেট বিতরণ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার পর্যন্ত বিভাগে ৮০৯ জন প্রবাসী নিজ এলাকায় ফিরেছেন, এদের মধ্যে ৪০ জনকে ছেড়ে দেয়া হলেও বাকিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেইসাথে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে ঘুড়ে বেড়ানোয় ৯জনকে জরিমানা করা হয়েছে।

রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আক্তার বলেন, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়ার গুজব ছড়িয়ে সাধারন মানুষের মনে ভীতি সৃষ্টি করা হচ্ছে। এজন্য সাধারণ মানুষকে আরো সচেতন হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকসহ প্রশাসনের উদ্ধত্বন কর্মকর্তারা।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top