ওসিদের কঠোর হওয়ার নির্দেশ এসপির
রাজশাহীতে অপরাধ দমনে সভা

রাজশাহী মহানগরীতে অপরাধ দমনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মো.শহিদুল্লাহ ‘র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার জানান,মাদক দমনে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করতে হবে।
এ নিয়ে কোন প্রকার ছাড় দেয়া গ্রহনযোগ্য নয়। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাসিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে। মাদকদ্রব্যসহ অপরাধ দমনে আরও কঠোর অবস্থান নিয়ে অভিযোন পরিচালনার জন্য ওসিদের নির্দেশ দেন জেলার এই পুলিশ সুপার।
এতে রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করেন পুলিশ সুপার।
আরপি / বি
আপনার মূল্যবান মতামত দিন: