রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক পদ্মা সেতু উদ্বোধনের সাক্ষী হলো বাংলাদেশ পুলিশ একাডেমী


প্রকাশিত:
২৬ জুন ২০২২ ০২:২৫

আপডেট:
২৬ জুন ২০২২ ০২:২৮

পুলিশ একাডেমীর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: রাজশাহী পোস্ট

ঐতিহাসিক পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমী। দিনটি উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি ও মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় চারঘাটের সারদায় এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন পুলিশ একাডেমীর প্রিন্সিপ্যাল ও অতিরিক্ত আইজি আবু হাসান মুহাম্মদ তারিক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ব্যান্ডদল নিয়ে এ র‌্যালিতে পুলিশ কর্মকর্তারা অংশ নেন। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমীর প্যারেড গ্রাউন্ডে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এরপর পুলিশ অফিসারদের নিয়ে সেতু উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন অতিরিক্ত আইজি। ভার্চুয়ালি বড় পর্দায় অনুষ্ঠান উদযাপন করেন পুলিশ কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সেতু উদ্বোধনের পর প্রায় ৫ সহস্রাধিক মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পুলিশ ও জনসাধারণের মাঝে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। এ সময় জনসাধারণ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পদ্মাসেতু নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top