রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩


প্রকাশিত:
১৪ মে ২০২২ ০০:৫২

আপডেট:
১৪ মে ২০২২ ০১:০২

ফাইল ছবি

রাজশাহী নগরীতে বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শুক্রবার (১৩ মে) দুপুরে আরএমপি মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, নগরীতে পুলিশের পৃথক অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ৬ জন ও ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে।

অভিযানের সময় গ্রেফতারদের কাছ থেকে ৩৬ দশমিক ৩৫০ গ্রাম হেরোইন, ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এছাড়া গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান আরএমপি মুখপাত্র।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top