রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

বাঘার গার্মেন্টেস কর্মীকে অপহরণের অভিযোগ


প্রকাশিত:
২১ নভেম্বর ২০১৯ ০৬:২৬

আপডেট:
৪ মে ২০২৪ ১৬:৫৫

প্রতীকি ছবি

রাজশাহীর বাঘা উপজেলার শান্তনা আক্তার আখি (১৯) নামের এক গার্মেন্টেস কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার বাড়ি বাঘা উপজেলার আড়ানী এলাকায়। সে সেন্টু ইসলামের স্ত্রী।

আখির মা শেলীনা আক্তার জানান, সে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার আমেনা গর্মেন্টেসে চাকরী করতো। গত শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বাসা থেকে নিজ কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে তাকে পাওয়া যায়নি। এঘটনায়  থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আখির মা শেলীনার দাবি, সিরাজগঞ্জের বেলকুচি থানার ইসলামপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আশরাফুল ইসলামের সাথে পরিচয়ের পর থেকে তার মেয়ে আখিকে রাস্তায় মাঝে মধ্যে আজেবাজে কথা বলতো। আশরাফুলকে বুঝানোর চেষ্টা করেও তাকে থামানো যায়নি।

পরে ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপরহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। শান্তনা আক্তার আখিকে খুঁজে না পাওয়ার পর আশরাফুলকে অভিযুক্ত করে আমি বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান (২) বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top