রাজশাহী বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২

নওপাড়া ইউনিয়নে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করলেন আ.লীগ নেতা


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২১ ০৪:২৮

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ০৩:৪৮

নওপাড়া ইউনিয়নে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করলেন আ.লীগ নেতা

কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন করেছেন নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল আলম। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে এ কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়।

এতে আওয়ামী লীগ নেতা শফিকুল ছাড়াও উপস্থিত ছিলেন, নওপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, আমজাদ আলী, সাংগঠনিক সম্পাদক নান্টু জোয়াদ্দার, নওপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুর করিম, নওপাড়া ওয়াড যুবলীগের সভাপতি আব্দুল ওহাব মৃধা, সহসভাপতি রাসেল, সাধারণ সম্পাদক শাহজামাল সহ ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

আসন্ন নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সব সময় রাজ পথে ছিলাম। এ কারণে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে হামলা মামলার শিকার হয়েছি।

তবুও দলীয় কার্যক্রম থেকে কখনো পিছুপা হইনি। তিনি বলেন, সব সময় জনগনের পাশে ছিলাম। আগামীতেও থাকবো। দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে নৌকার মনোয়ন দেন, তাহলে নওপাড়া ইউনিয়ন বাসীকে দুর্নীতি মুক্ত একটি মডেল ইউনিয়ন উপহার দিব।

আরপি/ এআর


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top