মোহনপুরে শোক দিবস উপলক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় ২৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি মোহনপুর জোনাল অফিসের আয়োজনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৩ ও ১৪ আগস্ট শুক্রবার ও শনিবার স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও দরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌছে দেন তিনটি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, আলু, ডাল, লবন, সয়াবিন তেল।
খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে মোহনপুর জোনাল অফিসের ডিজিএম মোঃ শামীম পারভেজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় পল্লীবিদ্যুত মোহনপুর যোনাল অফিস থেকে ২৫০ টি পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে।
আরপি/এসআর-১৩
আপনার মূল্যবান মতামত দিন: