রাজশাহী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১

রাসিক মেয়রকে আবাসিক হোটেল মালিক সমিতির অক্সিজেন সিলিন্ডার প্রদান


প্রকাশিত:
২৯ জুলাই ২০২১ ২৩:৫৬

আপডেট:
২৯ জুলাই ২০২১ ২৩:৫৯

ছবি: অক্সিজেন সিলিন্ডার প্রদান

করোনা রোগীদের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের অক্সিজেন ব্যাংকে ৬টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতি। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন সমিতির নেতৃবৃন্দ। অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় মহানগর আবাসিক হোটেল মালিক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানান রাসিক মেয়র।

অক্সিজেন সিলিন্ডার প্রদানকালে রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এসএম এহসান রকেট, সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির, সহ-সভাপতি ও হোটেল ডালাস ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী আবুল বাশার মোঃ শহীদুল্লাহ (পলাশ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে ২০০টির অধিক সিলিন্ডার নিয়ে ২৪ ঘন্টা মহানগরবাসীকে বিনামূল্যে অক্সিজেন প্রদান করা হচ্ছে। সিটি কর্পোরেশনের হটলাইন ০১৭৫৮- ৯০১৯০৩ নম্বরে কল করলেই বাড়িতে পৌছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার। সিটি কর্পোরেশনের অক্সিজেন সেবা কার্যক্রম ইতোমধ্যে মহানগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top